কেতকাদাস ক্ষেমানন্দ মনসামঙ্গল
- কেতকাদাস ক্ষেমানন্দ
কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যখানি অনেকবার মুদ্রণ-সৌভাগ্য লাভ করেছে। তবে পুথিচিত্র সহ সম্পাদনা এই প্রথম। এখানে পুথিচিত্র, তার পাঠ ও সম্পাদিত পাঠের একত্র সমাবেশ ঘটেছে, যা পাঠক-গবেষকদের কাছে সমস্ত রকম প্রশ্নের দ্বার উন্মুক্ত করে দেবে। অভিনব এই প্রয়াস মধ্যযুগীয় কাব্য সম্পাদনার ক্ষেত্রে সম্ভবত প্রথম। মধ্যযুগীয় বাতাবরণকে মনে রেখে তুলনামূলক পদ্ধতিতে পাঠ-সম্পাদনা করা হয়েছে। বর্তমান গ্রন্থে বর্ণছাদ ও তার বৈচিত্র্য, ভাষার বিবর্তন ও শব্দের ব্যবহার সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। আশা করি এই আলোচনা একই সঙ্গে ভাষা ও লিপির বিবর্তনের অনেক সংযোগসূত্রের সন্ধান দেবে।