মানভূমের আদিবাসী লোকদেবতা
- ক্ষীরোদ চন্দ্র মাহাতো
মানভূম ভারতবর্ষের মানচিত্র থেকে হারিয়ে যাওয়া জনপদ। নানা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে অঙ্গহানি ঘটিয়ে তার পুরুলিয়া নামে রূপান্তর। তবু এক অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্যের বাঁধনে বাঁধা সাবেক মানভূম। হারিয়ে যাওয়া এই জনপদের আদিবাসী কৌম সমাজে লোকদেবদেবীদের প্রতি আস্থা-বিশ্বাস-ভক্তি অটুট। এমনকি এই উচ্চ-প্রযুক্তির যুগেও। গ্রন্থকার সাবেক মানভূমের আদিবাসী কৌম সমাজের অন্তস্থলে বিরাজিত লোকদেবদেবীগুলির স্থায়ী আসন লাভের রহস্য উন্মোচন করবার চেষ্টা করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি সাবেক মানভূম তথা ঝাড়খণ্ডের লোকজীবন, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি চর্চায় ব্যাপৃত আছেন। বিশেষ করে, মানভূমের হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কৃতি-লোকবাদ্য-লোকআয়ুধ-লোকতৈজসপত্র, যেগুলিতে পরম্পরাগত লোকজীবনের ‘লুইড়’ (technique) ও ‘ভাঁওর’ (Knowledge) -র ছাপ থাকত, সেই সব লোকপ্রযুক্তি (FolkTechnology)-র পরিচয় তিনি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করে বিদ্বজ্জন মহলে প্রশংসা কুড়িয়েছেন। এ জন্য তিনি ২০০০ সালে 'Statesman Award for Rural Reporting' সম্মানে ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন আলোচনা চক্রে পঠিত তাঁর মানভূম সংস্কৃতি বিষয়ক প্রবন্ধগুলি উচ্চ প্রশংসিত হয়েছে।