মঙ্গলকাব্য পাঠ ও পরিক্রমা
- মানিক মৈত্র, তাপস মণ্ডল
বাংলা সাহিত্যে মধ্যযুগের নানা ধরণের শাখার মধ্যে মঙ্গলকাব্য একটি অন্যতম প্রধান শাখা। মনসা, চণ্ডী, ধর্ম মঙ্গলকাব্যের প্রধান দেব-দেবী হলেও আরও অনেক দেব-দেবীকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য মঙ্গলকাব্য। যাকে আমরা অতপ্রধান বা অপ্রচলিত মঙ্গলকাব্য হিসেবে চিনে থাকি। তাদের মধ্যে উল্লেখযোগ্য রায়মঙ্গল, শীতলামঙ্গল, ভূবনমঙ্গল, গোসানীমঙ্গল, দুর্গামঙ্গল প্রভৃতি অপ্রচলিত মঙ্গলকাব্যগুলি আলাদা আলাদা ভাবে এতোদিন সম্পাদিত হলেও একসঙ্গে এইসব মঙ্গলকাব্যগুলির বিভিন্ন দিক নিয়ে তেমন কোন আলোচনা লক্ষ্য করা যায় না। এতে করে যদি প্রচলিত মঙ্গলকাব্যগুলির পাশাপাশি অপ্রচলিত মঙ্গলকাব্যগুলিও প্রচলিত হবার কিছুটা সুযোগ পায়, সেটি এই বই সম্পাদনার মূল লক্ষ্য
মানিক মৈত্র
তাপস মণ্ডল