মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ও দিবারাত্রির কাব্য
- লিপিকা সাহা
মানিক বন্দ্যোপাধ্যায় নিছক গল্প লেখেন না। তৈরী করেন এক রিয়্যাল-জগৎ। নর-নারীর বিচিত্র মানসিক সম্পর্ক আর তার টানাপোড়েন নিয়ে তার উপন্যাস আধুনিক যুগের একটি নতুন পথ রচনা করেছে। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই উপন্যাস ভুবনকে বিহঙ্গ দৃষ্টিতে দেখা হয়েছে এই গ্রন্থে। আর ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটির চুল চেরা বিশ্লেষণে যে দিকগুলি প্রকাশিত তার অনেক কিছুই পাঠকের কাছে নতুন বলে মনে হবে। সাধারণ পাঠক থেকে দীক্ষিত পাঠক—সকলের কথা মনে রেখেই রচিত এই গ্রন্থটি।