মেয়েদের কবিতা
- রূপা ভট্টাচার্য
জেগে উঠেছে এক অনাবিষ্কৃত মহাদেশ; যা ছিল আমাদের খুব সংলগ্ন অথচ যেদিকে দৃষ্টি পড়েনি এতদিন। জানতামই না কখন কীভাবে নিঃশব্দে ভাষার মধ্যেও ঘটে গেছে লিঙ্গ-বিভাজন। মেয়েদের যে রয়েছে অনুভবের স্বতন্ত্র জগৎ, প্রকাশের ভিন্ন ধরন আর তার ফলে তৈরি হয়ে চলেছে কবিতা ও কথকতার আরেক পৃথিবী — তা লক্ষ করিনি আমরা। এই বইতে আলোকিত হয়ে উঠেছে মেয়েদের কবিতার আশ্চর্য ভুবন।