মোহিতলাল অন্বেষা
- পার্থ চট্টোপাধ্যায়
ভোগবাদ নাকি নিবৃত্তি? কিভাবে বদলে গেল মোহিতলাল মজুমদারের কবিমানস সময়ের সঙ্গে সঙ্গে? মৃত্যু কতটা জাগরিত থাকল তার ভাবনার সাতকাহনে? ওমর খৈয়াম কি ছায়া ফেলল কোথাও নারী আর মায়া নিয়ে? কবির ভাষা, ছন্দ ও কবিতার নিবিড় পাঠ নিয়ে সরগরম হয়ে উঠল এই দু-মলাটের মোহিতলাল চর্চা।
জন্ম : জুন ২, ১৯৭২, জিরাট, হুগলি।। অতীত মণীষার প্রাসঙ্গিক পুনরুদ্ধারে লেখক মগ্ন। আঞ্চলিক ইতিহাসকার, প্রাবন্ধিক। কবিতার আলোচক। পড়ান বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে। মোহিতলাল মজুমদারকে নিয়ে গবেষণা তার প্রিয় একটি বিষয়। লেখক হিসেবে পেয়েছেন — শঙ্কর বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট-এর সামাজিকতা-সরল স্বপ্ন পুরস্কার। অনুভব সাহিত্য পুরস্কার। সুরেন্দ্র স্মৃতি পুরস্কার। পঞ্চানন কর্মকার স্মৃতি পুরস্কার। সংবাদ প্রতিদিন, আজকাল, NEWZ বাংলা, প্রাত্যহিক খবর, দ্য সানডে ইন্ডিয়ান, ভোরের বার্তা, আবার যুগান্তর সহ দেশ বিদেশের অনেক পত্র পত্রিকা এবং জার্নালে লিখেছেন।