মনোজ্ঞ অবলোকন
- সৌম্যেন্দু ঘোষ
গ্রন্থটি নাট্যানুরাগী ও সংস্কৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত স্মরণীয় এক সংযোজন। এতে রয়েছে রবীন্দ্রনাথ, ক্ষীরোদপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, মহেন্দ্র গুপ্ত, মনোমোহন গোস্বামী, তারাকুমার মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়-এর নাটক নিয়ে অন্য ধরনের মূল্যায়ন। আরো রয়েছে শিশিরকুমার ভাদুড়ী, উৎপল দত্ত, কুমার রায়, সত্যজিৎ রায়, উত্তমকুমার, বসন্ত চৌধুরী সম্পর্কে নবতর কথা রয়েছে। তাপস সেন-এর সঙ্গে সাক্ষাৎকার। চলচ্চিত্র বিষয়ক ও চারজন গায়কের কথা এ গ্রন্থকে করে তুলেছে অত্যন্ত মূল্যবান এবং এ বিষয়ে তাঁর অবলোকন হয়ে উঠেছে অবশ্যই মনোজ্ঞ।
নট, নাট্যকার, নিদের্শক হিসেবেই বেশি পরিচিত। আজীবন নানাভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জন্ম ২৭.১২.১৯৪০। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। পুনে ফিল্ম ইন্সটিটিউটের ছাত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘চারুচিত্র পুরস্কারে’ সম্মানিত। নিজের নাট্যদল ‘অভিনেয়’র নাটক —পশ্চিমবঙ্গের সব জেলা সহ ভারতের বিভিন্ন শহরে অভিনীত হয়েছে। সংস্কৃতির নানান পর্যায় সৌম্যেন্দুর কলমে নতুন মাত্রা পেয়েছে। নাটক, চলচ্চিত্র ও সঙ্গীত বিষয়ে রয়েছে অজস্র মননশীল প্রবন্ধ। তার একাংক ও পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা অজস্র; নাট্যপত্র ও পত্রিকায় মুদ্রিত হয়েছে। প্রথম মুদ্রিত গ্রন্থ ‘চলচ্চিত্র চিন্তা ও চেতনা’; যন্ত্রস্থ : ‘থিয়েটারের সাতকাহন এ টু জেড’।