মুর্শিদাবাদ পূর্ব বাগড়ীর সমাজভাষা
- টুকটুকি হালদার
ভাষাতান্তিকগণদের দৃষ্টিতে বাংলা ভাষার বৈচিত্র্য আঞ্চলিকতার গণ্ডি অতিক্রম করে আজ সামাজিকতার গণ্ডি স্পর্শ করেছে। মানবকুল যেমন সমাজ অনুশাসনে শাসিত, তেমনি মানুষের মুখের ভাষাও সমাজ অনুশাসনে নিয়ন্ত্রিত। একই সমাজ-গণ্ডির মধ্যে লিঙ্গ, জাতি, শিক্ষা, পেশাভেদে কথ্য ভাষার আমূল পরিবর্তন লক্ষ্যণীয়। মুর্শিদাবাদ জেলার ভাষাকে প্রথম থেকেই রাটা উপভাষায় অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু গবেষিকা টুকটুকি হালদার এই অঞ্চলের কথ্য ভাষাকে উপস্থাপন হিসাবে। সমাজভাষার কথা মাথায় রেখে গবেধিকা মুর্শিদাবাদ জেলার পূর্ব বাগড়ী এলাকার মানুষের কথ্য ভাষা নিয়ে আলোচনা করেছেন। লেখিকার দীর্ঘ ক্ষেত্রসমীক্ষা, অক্রান্ত পরিশ্রম ও কল্পনাতীত অধ্যবসায়ের ফল্বরূপ এই “মুর্শিদাবাদ পূর্ব বাগড়ীর সমাজভাষা” গ্রন্থটি ।