মুসলিম সমাজের সদর-অন্দর : কথাসাহিত্যের দর্পণে
- লিপিকা ঘোষাল
‘মুসলিম সমাজের সদর-অন্দর : কথাসাহিত্যের দর্পণে’–এই গ্রন্থের প্রধান লক্ষ্যই হল মুসলিম সমাজ। সমাজের একটা বাইরের চেহারা থাকে আর একটা ভেতরের। বাহির ও ভেতরের চেহারা নিয়েই পূর্ণাঙ্গ সমাজের আত্মপ্রকাশ। নারীর অবস্থান হল সমাজের অন্দর মহলের কেন্দ্রে। তাই বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে নারীর অবস্থানকে বুঝে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আলোচ্য কথাসাহিত্যিকদের কথাসাহিত্যের যে দিকটি নিয়ে আলোচনা করা হয়েছে তা ইতোপূর্বে বিশেষ আলোচিত হয়নি, সেদিক থেকেও এই গ্রন্থটি বাংলাসাহিত্যের পাঠকদের কাছে এক প্রয়োজনীয় গ্রন্থ হিসাবেই গৃহীত হবে।
জন্ম :১৯৭৪, ২৫ মে। পিতা শ্রীবিবেকানন্দ ঘোষাল মাতা শ্রীমতী বাসন্তী ঘোষাল। জন্ম হুগলি জেলার চুঁচুড়া শহরে। শৈশব অতিবাহিত হয় রায়গঞ্জ, আসানসোল, পুরুলিয়া প্রভৃতি অঞ্চলে। চুঁচুড়ার বালিকা বাণী মন্দির। বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ে হুগলি মহিলা মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ও এম.ফিল এবং পি.এইচ.ডি সম্মান অর্জন। ২০০৯ সালে গবেষণার কাজে বাংলাদেশ যাওয়া। বর্তমানে দুটি বই ও কিছু প্রবন্ধের লেখক এবং শক্তিগড় উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কর্মরত।