নদীয়া সংস্কৃতির সন্ধান
- সম্পাদনা আনন্দমোহন মণ্ডল
বাংলার ইতিহাস, সংস্কৃতি, শিল্প-সাহিত্য থেকে শুরু করে ধর্মের চর্চা নদীয়ার গমনাগমন সর্বত্রই দৃশ্যমান। বদ সংস্কৃতির পীঠস্থান এই নদীয়া জেলা সম্পর্কেই বিভিন্ন আলোচনার সমাবেশ ঘটেছে এ গ্রন্থে। নদীয়ার সংস্কৃতির সন্ধানে বেড়িয়ে চর্চার বিষয় হয়ে উঠেছে এখানকার অতীত-ইতিহাস, লৌকিক সংস্কৃতি, উৎসবানুষ্ঠান, ধর্ম – প্রায় সব কিছুই। বিভিন্ন সমালোচকের ভাবনার আলোকে উজ্জ্বল হয়ে উঠেছে নদীয়ার সংস্কৃতির অচেনা অলিগলি।