BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
সাহিত্য আর বিশ্লেষণ, বাঙ্গালীর অবলম্বন

নন্দনে আনন্দ তুমি রবীন্দ্রনাথ

- মুকুল বন্দ্যোপাধ্যায়

NANDANE ANANDA TUMI RABINDRANATH
Nandane Ananda Tumi Rabindranath
by Mukul Bandopadhyay

ISBN - 9789385131790
Price - Rs. 250

 

নন্দনে আনন্দ তুমি রবীন্দ্রনাথ


রবীন্দ্রনাথ বাঙালি মানসে এমনই এক বিস্ময় যে, তার সমগ্রতাকে স্পর্শ করতে চায় মানুষ। জানতে চায় তার জীবনের স্রোতকে। রবীন্দ্রানুরাগ বীজমন্ত্র হয়ে উজ্জীবিত করে চেতনাকে একথা সত্য, কিন্তু সময় সময় এই অনুরাগ রবীন্দ্রনাথকে ‘মিথ’ করে তুলেছে — ধরাছোঁয়ার বাইরে এক অতীন্দ্রিয় আভাস যেন। কিন্তু তা তো তিনি নন। তিনি পরিপূর্ণ এক মানুষ। নৈমিত্তিক ভালোলাগা-মন্দলাগার। ঘেরাটোপের বৃত্ত তাকেও ছুঁয়ে ছুঁয়ে গেছে। তার জ্যোতির্ময় সান্নিধ্যে ছিল ভুমি থেকে ভূমার উড়ান—“মানুষকে দেবতা বানিয়ে, আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলার’ ক্ষমতা ছিল তার — আর এই অলৌকিক ক্ষমতা তার জন্মের দেড়শো বছর পরেও আছে। একমাত্র তারই আছে। তাই তাকে জানতে চাওয়া। রবীন্দ্রনাথ নিজেও তো কোনো কিছু গোপন করেননি কখনো, বরং তিনি বলেছেন—“দরজা খুলে দাও, যদি আমার ভিতরে এমন কিছু থাকে যা তারা দেখতে চায় তবে দরজা বন্ধ করবার অধিকার তো আমার নেই’। এই গ্রন্থটি পরিপূর্ণ এক মানুষ রবীন্দ্রনাথকে দেখতে চাওয়া।


MUKUL BANDOPADHYAY

মুকুল বন্দ্যোপাধ্যায়

অনুবাদক, প্রাবন্ধিক, রবীন্দ্রগবেষক। চার দশক ধরে বিহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে সঙ্গে নিজস্ব মননশীলতায় সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। হিন্দি ভাষাকে আয়ত্ত করেছেন মাতৃভাষার মতো। তার পি.এইচ.ডি. ও ডি.লিট. দুটি গবেষণাই হিন্দি ও বাংলা সাহিত্যের তুলনামূলক অধ্যয়ন। ভারত সরকারের । সংগীত নাটক আকাডেমির রাজ্য প্রতিনিধি ছিলেন দীর্ঘদিন, ছিলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রিয় মুখপত্রের সম্পাদক। উল্লেখযোগ্য গ্রন্থ—‘আনিয়াছি প্রবাসের সুখ’ (রবীন্দ্রজীবনে অখণ্ড বিহার), ‘মৃত্যুঞ্জয় রবীন্দ্র’, ‘না রাধা না রুক্মিণী’, ‘বহতা সময়ের গল্পচর্চা’, ‘সবুজ টিপ’, ‘হৃদয় অরণ্য’, ‘সে আমার সহোদর’ ইত্যাদি। প্রকাশিতব্য গ্রন্থ : ‘সন্ন্যাসী ও রাজা’ (স্বামী বিবেকানন্দ ও রাজা অজিত সিংহ), ‘রবীন্দ্রজীবনে উত্তরপ্রদেশ’ ইত্যাদি।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

NANDANE ANANDA TUMI RABINDRANATH

Nandane Ananda Tumi Rabindranath
by Mukul Bandopadhyay
ISBN - 9789385131790
Price - Rs. 250


Please Enter Your Contact Details

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

NANDANE ANANDA TUMI RABINDRANATH

Nandane Ananda Tumi Rabindranath
by Mukul Bandopadhyay
ISBN - 9789385131790
Price - Rs. 250


Thank you for placing your order.

We will contact you for more details regarding payment and shipment.

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
[email protected]

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥