নির্বাচিত প্রফুল্লবানী ও প্রশস্তিসহ স্মৃতি স্মারক
- পার্থ প্রতীম দাস চৌধুরী
আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভারতবর্ষের রসায়ন শাস্ত্রের অগ্রদূত, যিনি তার বিশিষ্ট স্থান অধিকার করে আছেন বিশ্ব-বিজ্ঞানে মহাসৃজন কর্মের দ্বারা। তবে তিনি শুধু বিজ্ঞানীই ছিলেন না, তার সম্প্রসারিত জীবন নানান দিকে প্রবাহিত হয়েছিল। ফলতঃ তিনি একাধারে ছিলেন বিজ্ঞানী, শিল্প-ব্যবসায়ী, দেশ ও মানব প্রেমিক এবং সর্বোপরি মহান যুগশিক্ষক। এতগুণের একত্রিত সমাবেশে তিনি হয়ে উঠেছিলেন একজন প্রকৃতই আচার্য। বিজ্ঞানবরণে মানবসেবাই ছিল তার নিজধর্ম। আর এসব তিনি করেছেন প্রেসিডেন্সি কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে অধ্যাপনাকালে। যে বিজ্ঞান কলেজ ছিল তার জীবন সায়হের অস্তিম আবাস। মানবতাবাদী এই চিরনবীন বিজ্ঞানী সকলেরই নমস্য।