পর্যালোচনায় রবীন্দ্রনাথের ছেলেবেলা
- দিলীপ কুমার দিগার
সাহিত্যে বহুমুখী প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ জীবনের একেবারে শেষবেলায় লিখলেন তার শৈশবস্মৃতি 'ছেলেবেলা' গ্রন্থ । আজও এই গ্রন্থ ছাত্রছাত্রী ও পাঠকসমাজের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু থেকে কৈশোরের... পদার্পন পর্যন্ত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাঁধা শাসন ও শৃঙ্খলায় বেড়ে ওঠা রবীন্দ্রনাথের ভালোলাগা ও মন্দলাগার কিংবা পছন্দ বা অপছন্দের নানাদিক যথেষ্ট গুরুত্ব পেয়েছে। আলোচক নতুন চিন্তা ও নতুন ভাবনার আলোকে সেইসব নানাদিকের বিষয়ের গভীরে প্রবেশ করে বিস্তারিত আলোচনা করেছেন। যা গতানুগতিক পথে আসেনি। যারফলে ছাত্রছাত্রী ও মননশীল পাঠকের কাছে গ্রন্থটির অবদান, অনস্বীকার্য ।