প্রসঙ্গ : সাহিত্য ও সমাজ
- সুব্রত ঘোষ
সাহিত্য প্রসঙ্গের নানা স্তরে প্রতিফলিত নিমগ্ন অভিনিবেশী দৃষ্টিভঙ্গি থেকেই সমাজের দৃশ্যায়নটি উপস্থাপনের চেষ্টা হয়েছে এই প্রবন্ধ সংকলনে। অনুসন্ধিৎসু লেখকের কলমে রবীন্দ্রনাথ, জীবনানন্দ থেকে পর্যালোচিত হয়েছেন অরুণ মিত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মত স্রষ্টা। শক্তি-সুনীলের সঙ্গে বিশ্লেষিত হয়েছে কবিতা সিংহ কিংবা ভাস্কর চক্রবর্তীর স্বাতন্ত্র্যময় সৃষ্টিবৈচিত্র্য। সাহিত্য-সংস্কৃতির নানা বিভঙ্গে সমাজের ধারাপাতটিকে স্পষ্ট করার তাগিদে কখনও চর্চিত হয়েছেন শম্ভু মিত্র, কখনও আবার বিমল কর বা নরেন্দ্র মিত্রের মত সংবেদনশীল শিল্পী। উল্লেখনীয় এই সংকলনে অন্তর্ভুক্তি ঘটেছে এমনকিছু তাৎপর্যগূঢ় প্রসঙ্গের যা সাহিত্য ও সমাজের ঘনিষ্ঠ সম্বন্ধরেখাটি বুঝে নেওয়ার ক্ষেত্রে পাঠককে আগ্রহশীল করে তুলবে।
জন্ম ১৯৫৯ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার (বর্তমানে পশ্চিম মেদিনীপুর) নন্দনপুর গ্রামে। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে স্নাতক স্তরের পড়াশোনা। স্নাতকোত্তর পর্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. বিমল কর-এর উপন্যাসকেন্দ্ৰিত গবেষণায়। অধ্যাপনার প্রথম পর্ব জলপাইগুড়ির বীরপাড়া কলেজে। বর্তমানে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠে (বিরাটি, কলকাতা) বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রধান রূপে কর্মরত। রচনা ও সম্পাদনা করেছেন কয়েকটি গ্রন্থ। নিয়মিত লেখালেখির চর্চা বিভিন্ন পত্র-পত্রিকায়। ভালবাসা কবিতায়। সখ সব ধরনের খেলা দেখা, গান শোনা, শ্রুতি নাটক আর আবৃত্তি।