প্রেমাঙ্কুর আতর্থী : জীবন ও সাহিত্য
- শম্ভুনাথ কোলে
প্রেমাঙ্কুর আতর্থী এক বিরল, বিচিত্র বোহেমিয়ান জীবন ও বহুমুখী প্রতিভা। বইটিতে তাঁর জীবন ও সৃষ্টির কথা পড়তে পড়তে সে সময়ের বহু ছবিও চোখের সামনে ভেসে উঠবে। ‘ভারতী’র আসর, মৌচাক’, ‘নাচঘর’, ‘বেতারজগৎ’ প্রভৃতি পত্রিকার জন্ম কথাসাহিত্যের আড্ডা, ‘বারয়ারি’ উপন্যাসের গৌরব দীপ্ত অধ্যায়। পেশাদারী নাটকে প্রেমাঙ্কুর ও শিশির কুমার ভাদুড়ী, চলচ্চিত্রের ‘নির্বাক ও সবাক যুগের ইতিহাস’—সব মিলিয়ে একটা উন্মাদনা পূর্ণকাল বইটির পটভূমি। যার মাঝখানে প্রেমাঙ্কুর ও তাঁর রচনাবলী এবং শ্রেষ্ঠ সৃষ্টি চারপর্বের ‘মহাস্থবির জাতক’। বইটির বিশেষ আকর্ষণ বিশিষ্ট অধ্যাপক ড. উজ্জ্বলকুমার মজুমদারের লেখা মূল্যবান ভূমিকাটি।
জন্ম ২৭ শে মে ১৯৫৩, জাঁকড়, নাদনঘাট, বর্ধমান। বাবা ধর্মদাস কোলে, মা শিবানী কোলে। শিক্ষার প্রথম পাঠ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭০ নাদনঘাট রামপুরিয়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচ.এস., ১৯৭৩ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে বাংলায় সাম্মানিক স্নাতক, ১৯৭৫ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, ১৯৭৮ কালনা কলেজ থেকে বি.এড.। ১৯৯৮ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি.। ১৯৭৯ মন্তেশ্বর সাগরবালা উচ্চমাধ্যমিক স্কুলে উচ্চমাধ্যমিক বিভাগে শিক্ষকতা, ১৯৮০ দুর্গাপুর এ.ভি.বি. হাইস্কুল (উচ্চমাধ্যমিক) শিক্ষকতা এবং ২০০৬ ঐ স্কুলের প্রধান শিক্ষক। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য কৃতী ছাত্র-ছাত্রী দেশে-বিদেশে নানা বিভাগে উচ্চপদে কর্মরত।।