রবীন্দ্র কবিতার স্বরূপ
- সঞ্জয় চন্দ্র দাস
রবীন্দ্রনাথ বাংলা সমাজ ও সাহিত্যের ক্ষেত্রে এক পরম বিস্ময়। তার জীবন ও সাহিত্য-সমুদ্রে যত বার ডুব দেওয়া যায় তত বারই যেন নতুন করে আবিষ্কৃত হন তিনি। 'রবীন্দ্-কবিতার স্বরূপ সন্ধানের মাধ্যমে সেই কথা পুনঃ প্রমাণ করলেন উক্ত গ্রন্থের লেখক। রবীন্দ্র-দর্শনালোকে জীবন-সত্যান্বেষণ, কবির জাতীয় ও আন্তর্জাতিক চেতনা, কবিতায় মানবাধিকার উল্লঙ্ঘন বনাম মানবতাবাদের জয়গান, কবিতায় শিশু-মনের রূপকথার জগৎ বনাম বর্তমান বিশ্বায়নের Virtual World কবিতায় রামায়ণ, মহাভারত ও পুরাণ-প্রসঙ্গের নবরূপায়ণ প্রভৃতি বিষয়ভিত্তিক আলোচনা ও নির্বাচিত কবিতার পাঠভিত্তিক আলোচনার মাধ্যমে তিনি মৌলিক চিন্তা-ধারার পরিচয় দিয়েছেন ।