রবীন্দ্রগল্পে নারীর কথা
- রেবা দাস
বস্তুতঃপক্ষে রবীন্দ্রনাথই প্রথম বাংলা ছোটগল্পে নারীর বহু বঞ্চিত বেদনাহত চরিত্র ও চিত্রকে গভীর আন্তরিকতায় তুলে ধরলেন। সুদীর্ঘ সময়কালে লেখা তার অসংখ্য ছোটগল্পে সমাজ ও পরিবারের প্রেক্ষাপটে নারীর অস্তিত্ব সংকটের সমস্যাই অধিকাংশ গল্পের বিষয়। একবিংশ শতকের দ্বিতীয় শতকে পৌঁছে আজ ও কী নারী তার সংকট-সমস্যার উত্তরণ ও আত্মমর্যাদার অধিকার লাভ করেছে? অন্দরমহলের অবরুদ্ধ অবস্থা ও পুরুষশাসিত সমাজের বাধায় প্রতিনিয়ত প্রতিহত নারীর কথায় মর্মবাণী উদ্ধারের প্রয়াস করা হয়েছে এই গ্রন্থে।
জন্ম সেপ্টেম্বর ১৯৭১। ‘রায়গঞ্জ মহাবিদ্যালয়’ থেকে বাংলায় অনার্স ও বি.এড.। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলায় এম.এ. ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি.। ক্লাসিক্যাল সংগীতে বি.মিউজ। বর্তমানে বীরভূমের টি.এইচ.এল.এইচ. মহাবিদ্যালয়ে অধ্যাপনারত। শখ — গান গাওয়া ও শেখা। ভালো লাগে ছাত্রছাত্রী ও ছোটদের সান্নিধ্য।