রবীন্দ্রনাথের ছোটগল্প ও হিন্দী ছোটগল্প
- সঙ্গীতা ত্রিপাঠী মিত্র
ভারতীয় সাহিত্য আজ সুসমৃদ্ধ। এই সমৃদ্ধির পিছনে বিশেষ অবদান আছে বাংলা ও হিন্দী সাহিত্যের। কথাসাহিত্যর জগতে উভয় ভাষার সাহিত্যের অবদানও বিশেষ উল্লেখযোগ্য। পৃথক ভাবে বাংলা ও হিন্দি সাহিত্যের আলোচনা হয়ে থাকে। তাই উভয় ভাষায় প্রকৃত ছোটগল্পের আবির্ভাব, সুপ্রতিষ্ঠা ও তার পরিণতি কখন, কি ভাবে, কার হাতে তার আলোচনা স্বতন্ত্র ভাবে হয়েছে। কিন্তু এই বিষয়ে তুলনামূলক আলোচনা হয় নি। বর্তমান গ্রন্থে রবীন্দ্রনাথের ছোটগল্প ও হিন্দীর চারজন গল্পকারের ছোটগল্পের আলোচনা করা হয়েছে। তার থেকে তখনকার হিন্দী ছোটগল্প সম্পর্কে একটা সামগ্রিক ধারণা গড়ে উঠবে। বাংলা ভাষায় এই প্রয়াস প্রথম।
জন্ম ৩রা এপ্রিল, ১৯৬৪, বোলপুর। মাতৃভাষা ভোজপুরী। বাংলায় সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর পাঠ লাভ এবং গবেষণা বিশ্বভারী বিশ্ববিদ্যালয়ে। গবেষণার বিষয় - রবীন্দ্রনাথের ছোটগল্প ও হিন্দী ছোটগল্প (তুলনামূলক আলোচনা)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী আয়োগের বৃত্তি লাভ। প্রথম কর্মজীবন (১৯৮৮) থেকে সরকারী মহাবিদ্যালয়ে অধ্যাপনা। বাংলা ভাষা ও সাহিত্য বিষয় প্রফেসর পদ লাভ ২০১০ সালে। বর্তমানে বেথুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। কতিপয় সংকলন গ্রন্থে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ‘বেনের মেয়ে’, আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস নিয়ে ‘কোথায় আলো কোথায় ওরে আলো’, রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ এবং এবং হিন্দী সাহিত্যের দুইটি উপন্যাস নিয়ে তুলনামূলক আলোচনা ‘তিনটি উপন্যাস এবং ঘর ও বাহির’ প্রভৃতি নানা প্রবন্ধ প্রকাশিত।
ভিন্ন স্বাদের প্রভু ‘সত্যজিত রায়ের গোয়েন্দা সাহিত্য ও চলচ্চিত্র’ (২০১১)। ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্ট অনুষ্ঠিত ‘WIP Global Forum Annual Summit 2013’ এ আমন্ত্রিত প্রধান বক্তা ও সহ সভাপতি হিসেবে অংশগ্রহণ (নভেম্বর ২০১৩)।