রবীন্দ্রনাথের ডাকঘর
- ক্ষীরোদ চন্দ্র মাহাতো , শিল্পী গোস্বামী
‘ডাকঘর’ বিশ্বসাহিত্য ও নাট্যজগতের এক সুপরিচিত নাম। একদিকে যেমন এর মঞ্চায়নে সারা বিশ্বে হয়েছে নানা নিরীক্ষা তেমনই এর মূল পাঠের বহুবিধ আলোচনাও বিদগ্ধজনের আগ্রহের কারণ হয়েছে বারবার। বর্তমান গ্রন্থে নাটকটির অন্তরঙ্গ পাঠের মাধ্যমে সহজবোধ্য বিশ্লেষণ উপস্থাপন করেছেন লেখকেরা যা সাধারণ পাঠক ও ছাত্রছাত্রীদের জন্য খুবই গ্রহণযোগ্য।