রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্য
- প্রণয় কুমার কুণ্ডু
এই গ্রন্থ মূলত একটি গবেষণা-গ্রন্থ। এই গবেষণা-গ্রন্থের জন্য লেখক ১৯৬৩ সালে কলকতা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি. ডিগ্রী লাভ করেন। ১৯৬৪ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং পরে পুন:র্মুদ্রণও হয়েছিল। কিন্তু দীর্ঘকাল যাবৎ গ্রন্থটি অমুদ্রিত অবস্থায় ছিল। অবশেষে এখন তা পরিমার্জিত ও পরিবর্ধিত আকারে পুনরায় প্রকাশিত হল। এই সংস্করণে কয়েকটি নতুন বিষয় সংযোজিত, এবং আগের সংস্করণের পাঠ ঢেলে সাজানো হয়েছে। ফলে, পুরোপুরি না হলেও এই প্রস্থ অনেকাংশেই নতুন হয়ে উঠেছে। যেহেতু এখন আর গবেষণাগ্রন্থ সংক্রান্ত রচনার আবশ্যিক বাধ্যবাধকতা নেই এবং সেই বাধ্যতামূলক পদ্ধতির বন্ধন থেকে এই গ্রন্থকে মুক্ত করা হয়েছে, তাই পূর্ববর্তী সংস্করণের রচনাদর্শ রক্ষিত হয়নি। এই গ্রন্থের লেখক আকৈশোর বিদ্যায়তনিক লেখাপড়ার পাশাপাশি নৃত্য ও গানের চর্চায় মগ্ন ছিলেন। এবং সেই সূত্রে বহু বছর নৃত্যনাট্যের নৃত্যাভিনয়ে অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতাকে তিনি এই গ্রন্থের আলোচনায় কাজে লাগিয়েছেন। তাঁর আলোচনার স্বাতন্ত্রের স্বীকৃতি হিসেবে অধ্যাপক নীহাররঞ্জন রায় এই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন যা গ্রন্থটির মূল্যবান সম্পদ। বস্তুত, রবীন্দ্র-চর্চায় এই গ্রন্থ একাধারে অমূল্য অদ্বিতীয় অতুলনীয় এক সংযোজন হিসেবে গৃহীত হয়েছে।