রবির কিরণে লোকায়ত ভুবন
- গৌতম দন্ডপাট
রবীন্দ্রনাথ তাঁর সুদীর্ঘ সাহিত্য সাধনায় যে অংশে প্রত্যক্ষ অভিজ্ঞতাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছিলেন তা হল বাংলাদেশের প্রবহমান ‘লোক’—সাধারণের অনন্য জীবন অভিজ্ঞতা ও লোকসমাজ সৃষ্ট নানা সাহিত্য উপাদানকে। এই সংকলন গ্রন্থে প্রায় ৪২ জন গবেষক-প্রাবন্ধিক রবি-জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে রবীন্দ্র-সৃষ্টির নিরিখে নানান দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষিত করার অনন্য প্রচেষ্টায় রত হয়েছেন। রবীন্দ্রসৃষ্টির গভীরে দৃষ্টি নিক্ষেপ করে যে মতামত তারা উপস্থাপন করেছেন — তা রবীন্দ্র-অনুরাগী পাঠকের কাছে এক নূতনের আস্বাদ নিয়ে আসবে বলেই মনে হয়।