রক্তকরবী এক ভালোলাগা পাঠ
- শ্রুতিনাথ চক্রবর্তী , মধুরা চক্রবর্তী
রক্তকরবী নাটকটি বারবার পরিমার্জনা করেছেন রবীন্দ্রনাথ মূলত বর্তমানে প্রাপ্ত তার দশটি খসড়া ও গ্রস্থাকারে প্রকাশিত পাঠের ভিত্তিতে নাটকটির একটি নূতন পাঠ নির্মাণ করা হয়েছে এই গ্রন্থে । এই সঙ্গে আছে নাটকটির বিষয়ে গুরুত্বপূর্ণ একটি 'প্রাসঙ্গিকী'- যা অনেকটা সাহায্য করবে রক্তকরবীর পাপড়ির আড়ালে থাকা অর্থ খুজে পেতে। রক্তকরবীর বাইরের রচনাকাল ১৯২৩ সাল হলেও এর ভিতরের রচনাকাল এক শতান্দী বা তারও আনেক বেশি। সেই ব্যাপ্ত কালপর্বের ইতিহাস, সাহিত্য, দর্শন ও মনস্তাত্বিক ভাবনার বিবর্তানের মধ্য দিয়ে নাটকটির হয়ে-ওঠার ইতিবৃত্তকেই সংক্ষেপে ধরতে চাওয়া হয়েছে এই প্রাসঙ্গিকীতে।
শ্রুতিনাথ চক্রবর্তী
অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তীর জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলায়। উচ্চশিক্ষা লাভ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকেই রবীন্দ্রসাহিত্য বিষয়ে পি.এইচ.ডি.। বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। এছাড়াও কলিকাতা।বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়সহ বঙ্গের এবং বহির্বঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সূত্রে যুক্ত। চর্চার প্রিয় বিষয় রবীন্দ্রসাহিত্য এবং সাহিত্যতত্ত্ব। রবীন্দ্রবিষয়ক তার দু’টি সাম্প্রতিক উল্লেখযোগ্য গ্রন্থ—“আমিয়েল ও রবীন্দ্রনাথ’ এবং 'Remorphing the Creations'.
মধুরা চক্রবর্তী
রবীন্দ্রসাহিতোর গবেষণায় ইতিমধোই যাথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।। রবীন্দ্র-বিষয়ক তাঁর দুটি অগ্রাণী গ্রন্থ (Pioneer Works)-ছিন্নপত্রের তথ্যকোষ ও Letters from Tagore। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে তাঁর নানা, মৌলিক গবেষণামূলক প্রবন্ধ