সাহিত্য-প্রবন্ধ : প্রবন্ধ-সাহিত্য
- হীরেন চট্টোপাধ্যায়, কৃষ্ণগোপাল রায়
সাহিত্য বিষয়ক প্রবন্ধ হলেই তাকে প্রবন্ধ-সাহিত্য বলা যায় না, তাকে হতে হবে সাহিত্যসুরভিত প্রবন্ধ। বাংলা সাহিত্যের প্রাতিষ্ঠানিক ছাত্রছাত্রীদের এই জাতীয় প্রবন্ধ লিখে সাহিত্যজ্ঞান ও লিখনশৈলীর পরিচয় দিতে হয় সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে। বাংলা সাহিত্যে এ জাতীয় প্রবন্ধের কোনো সীমা-সংখ্যা নেই, কিন্তু একটি গ্রন্থের পরিসর সীমিত। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ যাবৎকাল যেসব বিষয় নিয়ে প্রবন্ধ রচনার নির্দেশ দেওয়া হয়েছে, মোটামুটি তারই সংগ্রহ এই গ্রন্থ। প্রবন্ধগুলি ভাগ করা হয়েছে সাহিত্যের ইতিহাসের কাল অনুযায়ী, বিষয় অনুযায়ী; লিখেছেন বিশেষ বিষয়ের সমর্থ প্রাবন্ধিক। সাহিত্যের ছাত্রছাত্রী এবং মনস্ক পাঠকের কাছে একটি অবশ্য সংগ্রহযোগ্য গ্রন্থ।