সাহিত্য-সেবক শিবরতন মিত্র
- প্রণব কুমার সাহা
বীরভূম তথা বাংলাদেশের সংস্কৃতিক ইতিহাস রচনার অন্যতম পথিকৃৎ শিবরতন মিত্র বিষয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ। এই গ্রন্থে সাহিত্যসেবক শিবরতন মিত্রের সৃজনধর্মিতা ও মননশীলতার বিভিন্ন দিক আলোচিত হয়েছে। রবীন্দ্রনাথ ও শিবরতন মিত্রের পারস্পরিক সম্পর্কের একটি রেখাচিত্রও সংযোজিত হয়েছে যা রবীন্দ্রচর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উপাদান।
জন্ম ১৯৮৩, মুর্শিদাবাদ জেলার সালার থানার আওচা গ্রামে। মালিহাটি কান্দরা হাইস্কুল থেকে মাধ্যমিক। উচ্চমাধ্যমিক বহড়া (কান্দী) আদর্শ বিদ্যাপীঠ থেকে। বোলপুর কলেজ থেকে বাংলায় স্নাতক। বিশ্বভারতী থেকে ২০০৮ সালে বাংলায় স্নাতকোত্তর। এম.ফিল. বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ২০১২ সালে নেট ও জি.আর.এফ. পরীক্ষায় উত্তীর্ণ। বর্তমানে বিশ্বভারতী বাংলা বিভাগে গবেষণা কর্মে নিযুক্ত। তাঁর রচিত প্রথম গ্রন্থ ‘সাহিত্য-সেবক শিবরতন মিত্র’। এছাড়া নানা পত্র-পত্রিকায় ও সম্পাদিত গ্রন্থে প্রবন্ধাদি প্রকাশিত হয়েছে।