শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প : রাঢ়বঙ্গের জনজীবন ও সংস্কৃতি
- হরিচাঁদ দাস
শৈলজানন্দ মুখোপাধ্যায় (জন্ম : ১৯ মার্চ, ১৯০১ - মৃত্যু : ২ জানুয়ারী, ১৯৭৬) বিশ শতকের কথাসাহিত্য ও চলচ্চিত্র জগতে এক সৃজনশীল শিল্প ব্যক্তিত্ব। কল্লোল এবং কল্লোল পরবর্তী বাংলা কথাসাহিত্যে অন্ত্যপ-আঞ্চলিক জীবনের কৌম ও ভৌম রূপের যে কথামালা তিনি নির্মাণ করেছেন তা তাঁর সমসাময়িক ও পরবর্তী কথাসাহিত্যের বিশেষ একটি ঘরানা হিসেবে চিহ্নিত। সংলগ্ন অঞ্চল ও জনজীবনের বৈচিত্রমণ্ডিত দিকগুলি তাঁর অভিজ্ঞানে পর্যবেক্ষণে বাস্তবতায় মণ্ডিত হয়েছে। তাঁর মৃত্যুর পর তাঁর সমগ্র সৃষ্টি সম্পর্কে যে অনুধ্যান-বিশ্লেষণ কাঙ্খিত ছিল—তা সঠিক পথে এগোয়নি। বর্তমান গ্রন্থে লেখকের নামাঙ্কিত অধ্যায়গুলিতে সেই উদ্দেশ্য চরিতার্থের একটি প্রয়াস শৈলজানন্দ গবেষক অনুসন্ধিৎসু পাঠকের কাছে পৌঁছে দেবে বলে আশা রাখা যায়।
জন্ম ২০ মে, ১৯৮৯। স্নাতক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বোলপুর কলেজ থেকে। স্নাতকোত্তর পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় (২০১৩)। এম.ফিল. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক শিক্ষা বিভাগে। বিষয় : শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ছোট গল্প।