সম্পর্কের বোধ জীবনানন্দের ছোটগল্প
- পায়েল দাস
একাকীত্ব, নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতার বোধ ছিল তাঁর সত্তার সঙ্গে অঙ্গাঙ্গী, জীবদ্দশায় প্রকাশনার আলোয় আসেনি তাঁর কথাসাহিত্য। চিত্ররূপময় কাব্যসম্ভারের স্রষ্টা হিসেবেই ছিল তাঁর পরিচয়। অথচ মৃত্যুর পরে পাওয়া গেল তার বিপুল সমৃদ্ধ গল্প, উপন্যাস ও ডায়েরি, পাঠকের সামনে উদ্ভাসিত হল এক গভীর, গোপন সম্ভার। সেখানেও পাওয়া গেল আধুনিক মানুষের জীবনের অনিবার্য জটিলতা। প্রবীন অবলম্বন তার স্বভাবতই হল নারী-পুরুষের সম্পর্কের টানাপোড়েন। নারী পুরুষের সম্পর্কের নানা মাত্রা যা জীবনানন্দের কথাসাহিত্যের-পরতে পরতে, তারই বিশ্লেষণ এই বইতে।