সঙ্গী ত মা লা
- জহরলাল বেরা
শ্রীশ্রীমাতৃ সঙ্গীত, শ্রীশ্রীহরি সঙ্গীত, নিরাকার ভজন, বাউল ইত্যদি গানগুলি মূলত গভীর অধ্যায় রসের। এতে ভক্ত-হৃদয়ের আবেগ-বিহ্বলতা, অন্তরঙ্গ উপলব্ধি ও আর্তি, ভাবের স্বতঃস্ফূর্ততা ও ভাষার সাবলীলতা ... সঙ্গীতরসে রসজ্ঞ ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করবে। তাছাড়া ভবের অনুষঙ্গ অনুযায়ী সাজিয়ে বিন্যস্ত করার ফলে সুর সংযোগ না হলেও সর্বসাধারণ সহৃদয় পাঠকের পক্ষে গীতিকবিতা হিসেবে গানগুলির সাহিত্য-রস আস্বাদন করা সহজ হবে।