সংক্ষিপ্ত বাংলা অনার্স চর্চা (পার্ট ৩)
- অধ্যাপক অজানা মুখার্জী
ইউ.জি-সি. নির্দেশিত সিবিসিএস অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা অনার্সের নতুন পাঠক্রম (২০১৮) অনুযায়ী বইটি লিখিত। পাঠ্যাংশের বিষয়ের অতি সংক্ষিপ্ত আলোচনা। আলোচনার ক্ষেত্রে প্রায়োগিক উদাহরণের প্রাচুর্য প্রশ্ন ও উত্তরের ধরন বহু বিকল্প যুক্ত (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক (SAQ) প্রশ্নোত্তর সহায়ক। বিভিন্ন বিষয় ও অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রশ্নাবলী ও তার উত্তরের সংকলন। গুরুত্ব অনুযায়ী প্রশ্নাবলীর সংযোজন। সম্ভাব্য প্রশ্নাবলীর সংকলনের ওপর গুরুত্ব আরোপ।