শতবর্ষের পথে গৃহদাহ
- সম্পাদনা বর্ণালি হাজরা
কথাশিল্পী শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস ‘গৃহদাহ’ আজও পাঠকের কাছে খুবই জনপ্রিয়। একটিমাত্র উপন্যাস ‘গৃহদাহ’-কে নিয়ে কুড়িজন আলোচকের স্বকীয় ভাবনার পরিচয়বাহী এই গ্রন্থ বাংলা সমালোচনার ইতিহাসে অভিনব। কথাসহিত্যের ছাত্র-ছাত্রীদের কাছে এবং মননশীল পাঠকের কাছে। গ্রন্থটির আবেদন অনস্বীকার্য।