সেলিম আল দীনের নাটক বিষয়ে ও ভাবনায়
- কৌষেয়ী ব্যানার্জি
বিংশ শতকের এক অনন্য প্রতিভাবান নাট্যকার হলেন বাংলাদেশের প্রবাদপ্রতীম ব্যক্তিত্ত্ব সেলিম আল দীন। পশ্চিমবঙ্গের দর্শকের কাছে কিত্তনখোলার নাট্যকার হিসাবেই প্রাথমিক পরিচিতি গড়ে উঠলেও পরবর্তী সময়ে কেরামতমঙ্গল, প্রাচ্য, হাত হদাই প্রভৃতি নাটকের সার্থক পরিচালনায় ক্রমশ খ্যাতি ও পরিচিতি লাভ করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন নাট্য বিষয়ক প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ রচনা করে বাংলা নাটকের নিজস্ব দেশজ যে একটি স্বতন্ত্র ধারা আছে তা প্রতিষ্ঠা করাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। এই গ্রন্থে তাঁর নাটকের বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে।
ডঃ কৌষেয়ী ব্যানার্জি। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা। বড় হয়ে ওঠা ইস্পাতনগরী দুর্গাপুরে। শৈশব থেকে রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যে তালিম নিয়েছেন। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা । বিশ্বভারতী থেকে পিএইচ. ডি. ডিগ্রি লাভ। বাংলা নাটক বিষয়ে বিশেষ আগ্রহ। সেই বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি। গবেষণা সংক্রান্ত কাজে একাধিকবার গেছেন বাংলাদেশ।