শিক্ষা ও সাহিত্যে মদনমোহন তর্কালঙ্কার।
- চিরঞ্জিৎ রায়
উনিশ শতকের নবজাগৃতির কালপর্বে মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-১৮৫৮) এক স্মরণীয় ব্যক্তিত্ব। তার ‘পাখী সব করে রব’ কবিতাটি একসময় বাঙালির ঘরে ঘরে আবৃত্ত হত। আজও তার জনপ্রিয়তা কমেনি। বর্তমান গ্রন্থে উনিশ শতকের একটি নির্দিষ্ট কালখন্ডের প্রেক্ষিতে ‘বিশ্ববলীন শক্তির অধিকারী’ এই ব্যক্তিত্বের শিক্ষা ও সাহিত্য-বিষয়ক কাজকর্মের গুরুত্ব-বিচারের পাশাপাশি তাঁর বর্তমান প্রাসঙ্গিকতার ওপরও আলোকপাত করা হয়েছে। সেই সঙ্গে নবচেতনার প্রভাবে সামন্ততান্ত্রিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এক ব্রাহ্মণ পণ্ডিত কীভাবে সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়েও প্রগতি-ভাবনার উদ্বুদ্ধ হচ্ছেন — মদনমোহনের মানসিক রূপান্তরের সেই পর্বটিও এ-গ্রন্থে বিধৃত।
জন্ম ১২ এপ্রিল, ১৯৮৭। পেশা শিক্ষকতা। বিশ্বভারতীতে মদনমোহন তর্কালঙ্কারের ওপর গবেষণা করে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ। উনিশ শতকের বাংলা সমাজ ও সাহিত্য-বিষয়ক চর্চায় নিমগ্ন। প্ৰকাশিত গ্রন্থ— ‘ছোটোদের মদনমোহন’ (২০১৫), ‘নাকশিপাড়ার কবিকাহিনি’ (২০১৫)।