সিরাজের কথাশিল্প প্রসঙ্গ মায়ামৃদঙ্গ
- গৌরী ঘোষ।
মায়ামৃদঙ্গ শুধু সিরাজ-সাহিত্যে নয়, বাংলাসাহিত্যেই এক ব্যতিক্রমী উপন্যাস। মানুষের চলমান জীবনচ্ছন্দ এখানে সিরাজের ব্যক্তি-জীবনের অভিজ্ঞতার আলোয় বর্ণিল। কাহিনির আবহে রয়েছে আলকাপ লোকনাট্য - লোকসংস্কৃতির সমাজে যা আজও বিশেষ সমাদৃত। অভিজ্ঞতাকে কিভাবে শিল্পের আঙ্গিকে বিশেষ থেকে নির্বিশেষ করতে হয়, তার বিরল নিদর্শন এই উপন্যাস। বর্তমান বইটি সিরাজের সেই অভিজ্ঞতাকেই নানা বিন্যাসে ছুঁয়ে দেখার এক ক্ষুদ্র প্রয়াস।