স্বাধীনতা পরবর্তী বাংলা ছোটগল্প পাঠকের মননে ও অনুভবে
- বিপুল পাল, অরূপ পাল
উনিশ শতকের সাহিত্যে নতুন শিল্পসংরূপ ছোটগল্প রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম সার্থক অষ্টা এবং তার হাত দিয়েই এর শুভসূচনা। নানা ভাঙা-গড়ার মধ্য দিয়ে বেশ কয়েকটি দশক অতিবাহিত হলেও স্বাধীনতা উত্তরকালে বাংলা ছোটগল্প শক্তিশালী লেখকদের হাতে পালাবদল ঘটেছে। আমরা এই পুস্তকে প্রাবন্ধিকদের দৃষ্টিতে বিষয়ের নানান বৈচিত্র্যের খোঁজ পাবো।