তারাদের কথা
- আশিসতরু মুখোপাধ্যায়
‘তারাদের কথা’ গ্রন্থটি এই কারণেই অভিনব যে, বাংলা চলচ্চিত্র, থিয়েটার, যাত্রা, সঙ্গীতশিল্পী, সঙ্গীত-পরিচালক, গীতিকার, কলাকুশলী তাঁদের সৃষ্টির কথা বলেছেন বিভিন্ন অভিজ্ঞতা থেকে। যার ফলে প্রতিটি লেখায় জীবন্তরূপে ধরা পড়েছে তাদের বিচিত্র জীবনের বক্তব্য। রোমাঞ্চকর ঘটনাগুলি পড়তে পড়তে পাঠকরা অনুভব করবেন তাদের উপলব্ধি কত প্রাণবন্ত আর বর্ণময় ছিল। সর্বোপরি লেখার সঙ্গে আলোকচিত্রগ্রাহকদের তোলা স্বতস্ফূর্ত সেইসব শিল্পীদের চিত্রগুলি এই গ্রন্থের যেমন শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, তেমনি হয়ে উঠছে অমূল্য সম্পদ।
জন্ম ১৯৩৫-এর ২৬ জুলাই। কলেজে পড়তে পড়তেই সিনেমা-সাহিত্যের মাসিক পত্রিকা ‘উল্টোরথ’—এ সাংবাদিকতার শুরু। চলচ্চিত্র সাংবাদিক হন ১৯৫৮-য় মাসিক পত্রিকা ‘জলসা-য়। এরপর যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক হিসেবে যোগ দেন ১৯৭২ সালে। পরে চলচ্চিত্র-সম্পাদক। এখন তিনি মুক্ত সাংবাদিক। এই সূত্রে কিছু গবেষণামুলক বই লিখেছেন। মহানায়িকা ‘সুচিত্রা’, ‘অজানা উত্তম’, ‘অমিতাভ বচ্চন’, ‘দ্বিজেন মুখোপাধ্যায়ের কিছু প্রীতি কিছু স্মৃতি’, ‘সহস্রাব্দের সঙ্গীত ও চলচ্চিত্র জগৎ’ উল্লেখযোগ্য।