তারাশঙ্কর ও কবি উপন্যাস
- অণিমা রায়
রাঢ় জীবনের কথায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় কীর্তি ‘কবি’। বীরভূম জেলার লাভপুর সংলগ্ন এলাকাকে অবলম্বন করে গড়ে ওঠা এ উপন্যাসের বর্ণিল উপস্থাপন আজও পাঠককে মোহিত করে রাখে। রসগ্রাহী পাঠকের পাশাপাশি সাহিত্যের অভিনিবিষ্ট পাঠকের মননের তৃপ্তির রসদ হিসেবে এ বইতে ‘কবি’ উপন্যাসটিকে সন্ধানী গবেষকের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করেছেন লেখক।