তুলনামূলক সাহিত্যের কথা
- দেবজিৎ পাল
তুলনার স্তর তখন নির্মাণ হয় যখন সাদৃশ্যতার, বৈসাদৃশ্যতার, সমতা, অসমতা ও সমান্তরলিকতার পরিচয়ের সন্ধান মেলে কোন ব্যক্তি বা বস্তুর নীলাকাশের নীচে ও সবুজ ঘেরাটোপে। বিশ্বসাহিত্যের জগতে তুলনার ডালি সাজানাে হয় নান বর্ণের, নানা গন্ধের ও নানা জাতের সাহিত্য পুষ্পের কোমল ছোঁয়াতে। তুলনাবিদের খালি হৃদয়ের আন্তরিকতায় নানা গন্ধের ও নানা জাতের সাহিত্য পুষ্প সাজিতে সংগ্রহ করে, তুলনার মালা গাঁথতে মনােনিবেশ করে শব্দপাপড়ির দোলায়। পঞ্চপল্লবে নিবিড় ভাবে আবৃত অধ্যায়মালা, চিরহরিৎময় পঞ্চপল্লবের আবড়াল থেকেই তুলনার নৈবেদ্য সজ্জিত হয়েছে বিভিন্ন রসাল, সুমিষ্ট ও পরিপক্ক সাহিত্য ফলের সমাহারে।
লেকচারার, লেখক, কবি, সম্পাদক, গবেষক, অনুবাদক ও তুলনাবিদ। তিনি ইংরেজী ও ভাষাবিজ্ঞানে স্নাতকোত্তর। তিনি বাংলা ও ইংরেজী বিভাগে খড়গপুর কলেজ, পশ্চিম মেদিনীপুর, বিবেকানন্দ কলেজ, কলকাতা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, উত্তর ২৪ পরগণা, আমতা রামসদয় কলেজ, হাওড়া ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, পশ্চিম মেদিনীপুরে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে, কলকাতা অধ্যাপনা করেন।