টুসু ও ভাদু : তুলনা ও বিশ্লেষণ
- দেবাশিস বন্দ্যোপাধ্যায়
গ্রন্থটিতে বিভিন্ন পর্বে ‘টুসু’ ও ‘ভাদু’ পরবের পূর্ণাঙ্গ স্বরূপ উঘাটিত হয়েছে। অন্যদিকে রাঢ়বঙ্গের বহুখ্যাত বহু আলোচিত উৎসব দুটির সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে। বিষয়গত-আঙ্গিকগত-সুরগত নানা দিক থেকে টুসু-ভাদুর মধ্যে প্রভূত মিল থাকলেও মূলত: উক্ত দুটি উৎসব নিজস্ব বৈশিষ্ট্যে স্বাতন্ত্র। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত তথ্য প্রদানের মধ্যে দিয়ে উভয় দুই পরবের সেই অনালোচিত দিকটিই গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে।
জন্ম : ২৭শে সেপ্টেম্বর বাঁকুড়া জেলার মান্ডী গ্রামে। পিতা চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মাতা শ্রীমত্যা বানী বন্দ্যোপাধ্যায়। শিক্ষা : কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে লোকসাহিত্যে পি.এইচ.ডি.। বর্তমানে দঃ ২৪ পরগণার কলারচক হাইস্কুলে (উঃ মাঃ) শিক্ষকতায় নিয়োজিত। বিশিষ্ট সংগীত শিল্পী। বর্তমান নিবাস পূর্ব তেঁতুলবেড়িয়া, পাঁচপোতা, গড়িয়া। প্রকাশিত গ্রন্থ ‘লোকসংস্কৃতির কিছু ভাবনা’।