উন্মোচন
- প্রমথেশ ভূঞ্যা
কবিতা পাঠ, চর্চা, জীবনচর্যায় তার অন্তর্ভুক্তিকরণ-সব মিলিয়ে কবিতা এক অনন্ত বিস্ময়। আধুনিক বাংলা কবিতা রবীন্দ্রনাথকে ছাড়া অসম্পূর্ন; আবার পরবর্তী কবিদের মধ্যে জীবনানন্দের প্রভাব-ই সর্বাধিক। এই দ্বিধারা ও প্রাত্যহিক জীবনরস থেকে নিঃসৃত উন্মােচন - এর ১০৪ টি লেখা। জীবন ও জগৎকে দেখার নতুন বােধের উন্মাচন ঘটেছে এগ্রন্থে।