উত্তর দিনাজপুর জেলার মুসলিম সমাজের বিয়ের গান
- রেজাউল ইসলাম
দুই নরনারীর মিলন সমাজ স্বীকৃত হয় বিবাহ নামক প্রথাটির দ্বারা। তাই হিন্দু বা মুসলিমদের বিয়ের গানে নবদম্পতির সুখসমৃদ্ধ ভবিষ্যৎ জীবনের কামনা থাকে। প্রসঙ্গত থাকে জীবনযাপনের নানা টুকরো অভিজ্ঞতার কথা। মূলত ধর্ম দ্বারা বিয়ের নিয়ম-কানুন রীতিনীতি নিয়ন্ত্রিত হলেও ভৌগলিক অবস্থানও এর আচার-অনুষ্ঠানে প্রভাব ফেলে। তাই আদিবাসি ও নিম্নবর্গীয় হিন্দুদের সঙ্গে একই অঞ্চলে বসবাসকারী উত্তর দিনাজপুর জেলার মুসলিমদের বিয়ের গানে শ্রমজীবী বেলদার বা আদিবাসি সাঁওতালদের কথা আসে। বিয়ের গান ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাপিয়ে হয়ে ওঠে সমাজ-অর্থনীতির জীবন্ত দলিল। ভৌগলিক অবস্থান যেহেতু এর বৈচিত্রের নিয়ন্ত্রক তাই অঞ্চলভেদে এই লোকগানের সংগ্রহে যত্নশীল হওয়া আবশ্যক। সেই বিরাট কার্যপরম্পরার এক অপরিহার্য অংশ এই বইটি।