উত্তর-পূর্ব ভারতের বাংলা ছোটগল্পচর্চা : বিষয়বৈচিত্র ও শিল্পরূপ (১৯৭০-২০১৫)
- অগ্নিমিত্রা পান্ডা
উত্তর-পূর্ব ভারতের বাংলা ছোটগল্পের ভূবন নানান দিক থেকেই সমৃদ্ধ। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এই অঞ্চলের । ছোটগল্পচর্চা এগিয়ে চলেছে এবং একটি সুসংহত বলিষ্ঠ ধারায় উন্নীত হয়েছে। এই আলোচনায় যেমন রাজনৈতিক, আর্থ-সামাজিক, ধর্মীয় টানাপোড়েনের উপস্থিতি আছে, তেমনি আছে ব্যক্তির প্রাতিম্বিক ইতিহাসও। সময়ের সঙ্গে সঙ্গে গল্পের বিষয়ের মতোই বদল এসেছে তার শিল্পরূপ বা Form এও। প্রসঙ্গক্রমে আলোচিত হয়েছে উত্তর-পূর্ব ভারতের বাঙালির অবস্থানগত ইতিহাসও। সময়ের নানা জটিলতায় আবর্তিত জনজীবনের কাহিনি — এই অঞ্চলের বাংলা ছোটগল্পের পরিসর নির্মাণে ঋতত ক্রিয়াশীল — আর তারই অণ্বেষণ রয়েছে গ্রন্থটিতে।
জন্ম ৬ মার্চ, ১৯৯০। বিশ্বভারতীর আনন্দপাঠশালা থেকে শুরু করে পাঠভবন, উত্তর শিক্ষা সদন ও ভাষা-ভবনে যাবতীয় পড়াশুনো এ-পর্যন্ত। বিশ্বভারতীর স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণীতে প্রথম। বোলপুর কলেজের বাংলা বিভাগে অতিথি অধ্যাপিকা রূপে যুক্ত ছিলেন। বর্তমানে ইউ জি সি-র নেট স্কলার রূপে বিশ্বভারতীর বাংলা বিভাগে পি.এইচ. ডি. গবেষণারত।