ভাওয়াইয়া স্ব র লি পি
- জয়ন্ত কুমার বর্মন
‘ভাওয়াইয়া স্বরলিপি’ বইটি ভাওয়াইয়া সংগীত পিপাসুদের জন্যে খুবই প্রয়োজনীয় একটি স্বরলিপিবদ্ধ গ্রন্থ। ভাওয়াইয়া গানের সুরের এবং কথার অবিকৃত রূপকে ধরে রাখবার জন্যে, আকারমাত্রিক পদ্ধতি এবং ভাওয়াইয়া গায়কীর স্বার্থে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাওয়াইয়ার পর্যায়করণ, নবতাল পদ্ধতি ও তার ব্যবহার এই বইটিতে একটি আলাদা মাত্রা পেয়েছে। পুরোনো গানগুলোর পাঠান্তর, সুরান্তর এবং নবরূপায়ণের মাধ্যমে বইটি সমস্ত সংগীতগুণী ও বিশিষ্টদের কাছে গ্রহণযোগ্যতা পাবে আশা করি।
জন্ম ১৯৭২, কুচবিহার জেলার তুফানগঞ্জে। বর্তমানে সিকিম বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের সহঃ অধ্যাপক এবং উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের লোকসংস্কৃতি গবেষণায় লেখক দীর্ঘকাল ধরে নিযুক্ত। ২০১২ সালে ভাওয়াইয়া সংগীত একাডেমী ও পরিষদ স্থাপন করেন ‘কুচবিহার জেলার’ বারকোদালী গ্রামে। ভাওয়াইয়ার একটির ছয় বছরের পাঠক্রম চালু করা হয় এই পরিষদের মাধ্যমে। আগামী দিনে লেখকের মুখ্য পরিকল্পনা একটি লোকসংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র স্থাপন। এই কাজের জন্য বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর পক্ষ থেকে তাকে ‘কছিমুদ্দীন’ এওয়ার্ড প্রদান করা হয়। লেখকের ভাওয়াইয়া ও লোকশিল্পী গীতিকার-সুরকার হিসেবে সুখ্যাতি আছে।