যোগাযোগ : সংযোগের ইতিকথা
- মৌ দত্ত
একটি মেয়ের কাছে সমাজ ঠিক কি চায় ? আনুগত্য ? সহনশীলতা? যৌনতা? আর বংশের বহমানতা? বিপুল নারীত্বের সুবিশাল এক সংজ্ঞায় সীমায়িত্ব তার জীবন। কিন্তু মানুষ হিসেবে স্বীকৃতি মিলল কি? মনটা পেল কি ডানা মেলার মতন কোনো আকাশ জানতে চায়নি কেউ। ভাবতে চায়নি কুমুদিনীদের কালযাপনের দ্বন্দকে নিয়ে। রবীন্দ্রনাথ কুমুদিনীর চোখ দিয়ে ফিরে দেখলেন সেইসব আভিজাত্যতাড়িত, স্থূল, আত্মকেন্দ্রিক মধুসূদনের দিকে। চাইলেন নারীর সংজ্ঞা। লিখলেন যোগাযোগ উপন্যাস। সেই উপন্যাসকে নানা দৃষ্টিকোণ থেকে ফিরে দেখা হল এখানে। নানা বিন্যাসে বিশ্লেষণ করে প্রাসঙ্গিক কিছু ভাবনাকে উপস্থাপন করা হল প্রবালের পরম্পরায় গেঁথে।