অমরচন্দ্র কর্মকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অন্যতম কৃতী ছাত্র। বর্তমানে দেওয়ান আব্দুল গণি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত আছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি তিনি চণ্ডীমঙ্গল কাব্যের উপরে তাঁর গবেষণার কাজটি সম্পন্ন করেছেন। বিভিন্ন স্থানের সমাজ-ইতিহাসকে জানা এবং সাধারণ মানুষের জীবন-যাপন ও চিন্তা-চেতনায় তার প্রভাব খুঁজে পেতে তার ভালো লাগে। কথাসাহিত্য ও লোক-সাহিত্যের অধ্যয়নে তিনি আলাদা তৃপ্তি খুঁজে পান। তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন। নিজে ‘মনোভূমি’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। বর্তমান গ্রন্থটি সেই অভিজ্ঞতারই ফসল।