প্রাচীন বাংলা পুঁথির কীটদষ্ট পাতা ঘেঁটে বাংলার সমাজ ও ইতিহাস চর্চায় নিরত অতি মুষ্টিমেয়-র অন্যতম ডক্টর অণিমা মুখোপাধ্যায়। পুঁথি গবেষণার বিভিন্ন ক্ষেত্রে তাঁর রচনা এবং গ্রন্থানি ইতিমধ্যেই পণ্ডিতজনের সমাদর লান্ত করেছে। বিশ্বভারী রিসার্চ জার্নাল, বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা জাতীয় নিছক গবেষণা পত্রিকাগুলিতে ছাড়াও ‘দেশ’, ‘আনন্দবাজার পত্রিকা’, ‘অমৃত", ‘বসুমতী’, ‘বর্তমান’, ‘কলেজস্ট্রীট’, ‘পশ্চিমবঙ্গ’, ‘অনুষ্টুপ’, ‘অব্যয়’, ‘আন্তর্জাতিক পাঠশালা’ ইত্যাদি পত্রপত্রিকা গুলিতে শ্ৰীমতী মুখোপাধ্যায় নিয়মিত লিখেছেন এবং লিখছেন। জন্ম : মার্চ ১৯৪৩ সাল। বরিশালের গৈলা গ্রামে। শৈশব থেকেই কলকাতায়। ১৯৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ.। বিশ্বভারতীর পি.এইচ.ড়ি. ১৯৭৯ সালে। ১৯৮৩-৮৮ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চতর গবেষণা বৃত্তি নিয়ে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে বিশ্বভারতীর বাংলা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথি বিভাগের সঙ্গেও কিছুকাল যুক্ত ছিলেন। বর্তমানে শান্তিনিকেতনে স্থায়ীভাবে থেকে নিরলস পুঁথি সংক্রান্ত বিদ্যাচর্চায় নিমগ্ন আছেন।