‘মনের মানচিত্রে’ কবিতার বইটি শ্রী অনিন্দ্যকান্তি দের প্রথম আত্মপ্রকাশ। শিল্পী মাত্রই একটা সত্তার পরিচয় বহন করে। কুঁড়ির মধ্যে লুকিয়ে থাকে ভাবী বৃক্ষের সৌন্দর্য। তার-ই বিকাশ এই বইয়ের অনু-পরমাণুতে, এবং তা স্বতঃউৎসারিত।
অনিন্দকান্তি পদার্থবিদ্যার কুশলী শিক্ষক। সংস্কৃতিমান, বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে একান্ত ভাস্বর চরিত্র। নৈহাটির গঙ্গাতীরবর্তী এক সাংস্কৃতিক পরিমণ্ডলে তার জন্ম ও বড় হয়ে ওঠা। তার লেখা, ইতিমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় স্থান করে নিয়েছে।