জন্ম ১৯৩৫-এর ২৬ জুলাই। কলেজে পড়তে পড়তেই সিনেমা-সাহিত্যের মাসিক পত্রিকা ‘উল্টোরথ’—এ সাংবাদিকতার শুরু। চলচ্চিত্র সাংবাদিক হন ১৯৫৮-য় মাসিক পত্রিকা ‘জলসা-য়। এরপর যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক হিসেবে যোগ দেন ১৯৭২ সালে। পরে চলচ্চিত্র-সম্পাদক। এখন তিনি মুক্ত সাংবাদিক। এই সূত্রে কিছু গবেষণামুলক বই লিখেছেন। মহানায়িকা ‘সুচিত্রা’, ‘অজানা উত্তম’, ‘অমিতাভ বচ্চন’, ‘দ্বিজেন মুখোপাধ্যায়ের কিছু প্রীতি কিছু স্মৃতি’, ‘সহস্রাব্দের সঙ্গীত ও চলচ্চিত্র জগৎ’ উল্লেখযোগ্য।