গ্রাম বাংলার আলো বাতাসকে আত্মস্থ করে বড় হয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বৃত্তি অবলম্বন করে গবেষণাকর্ম সমাপ্ত করেছেন ১৯৯৭ সালে। কর্মসূত্রে আসামের দুই উপত্যকাই তার সঞ্চরণভূমি। মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় — উচ্চশিক্ষার প্রাঙ্গণে বিচরণ করছেন আজ প্রায় বাইশ বছর।
ইতিমধ্যে ৮টি গ্রন্থ সম্পাদনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ‘বাংলা উপন্যাসের উন্মেষপর্ব’। প্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার বাইরে অপ্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার ক্ষেত্রেও তিনি সমান অংশীদার। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির একজন একনিষ্ঠ পাঠক ও গবেষক।