জন্ম ১৯৩৫ বর্তমান বাংলাদেশের বরিশাল শহরে। শিক্ষাদীক্ষা সমস্তই কলকাতায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যের অধ্যাপক রূপে অবসর নেন। এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও অতিথি অধ্যাপক বা ভিজিটিং অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। প্রধানত, কথাসাহিত্যই তার গবেষণা ও আলোচনার প্রিয় বিষয়। বাংলা রাজনৈতিক বিন্যাসের প্রথম পর্যায় তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। এছাড়া ‘ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক একটি উল্লেখযোগ্য গ্রন্থও রয়েছে। এগুলি ছাড়া ত্রৈলোক্যনাথ ও বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সরস গল্পের সম্পাদনা করেছেন। বাংলা প্রগতি সাহিত্যের একটি সংকলন যুগ্মভাবে সম্পাদনা করেছেন। বর্তমান গ্রন্থটি বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত প্রবন্ধের সংকলন।