গবেষণা ও অধ্যাপনায় নবাগতা। লোকসংস্কৃতিবিজ্ঞানের চর্চাই জীবনের অন্যতম ব্রত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে রত। জগন্নাথ চেতনা বিষয়ক ইউ.জি.সি. প্রোজেক্টের রিসার্চ ফেলো হিসাবে কাজ করেছেন। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ক্ষেত্রকর্মের অভিজ্ঞতা আছে। লোকসংস্কৃতির গবেষণাকে যাঁরা অত্যাধুনিক দৃষ্টিতে দেখতে চেয়েছেন, লেখিকা দেবশ্রী পালিত তাঁদের মধ্যে একজন।
বিষয়-বৈচিত্র্য তার কাছে সতত স্বাগত। তাই ক্ষেত্র-গবেষকের ভূমিকার বাইরেও তাকে পাওয়া যায় গ্রন্থাগারের কক্ষে। গ্রন্থকীটের মতই চারদেওয়ালের ভিতর নিজেকে বন্দী রেখে তখন তিনি খুঁজে চলেন চর্চিত বিষয়ের পৃষ্ঠায় নতুনত্বের স্বাদ। এমনই একজন লেখক, যিনি লোকসংস্কৃতিবিজ্ঞানের প্রয়োগ করেই লোকসাহিত্যকে বুঝেত চান। তথ্যনিষ্ঠায় হয়ে উঠতে চান ব্যতিক্রমী।