জন্ম ১৯৭২, কুচবিহার জেলার তুফানগঞ্জে। বর্তমানে সিকিম বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের সহঃ অধ্যাপক এবং উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের লোকসংস্কৃতি গবেষণায় লেখক দীর্ঘকাল ধরে নিযুক্ত। ২০১২ সালে ভাওয়াইয়া সংগীত একাডেমী ও পরিষদ স্থাপন করেন ‘কুচবিহার জেলার’ বারকোদালী গ্রামে। ভাওয়াইয়ার একটির ছয় বছরের পাঠক্রম চালু করা হয় এই পরিষদের মাধ্যমে। আগামী দিনে লেখকের মুখ্য পরিকল্পনা একটি লোকসংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র স্থাপন। এই কাজের জন্য বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর পক্ষ থেকে তাকে ‘কছিমুদ্দীন’ এওয়ার্ড প্রদান করা হয়। লেখকের ভাওয়াইয়া ও লোকশিল্পী গীতিকার-সুরকার হিসেবে সুখ্যাতি আছে।